Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর শিক্ষা মন্ত্রণালয়ধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভুক্ত একটি সরকারি অফিস । 

অফিস: এই অফিসটি ইসলামপুর উপজেলা পরিষদের অভ্যন্তরে উপজেলা নিবার্হী অফিসারের বাসভবনের পূবর্পাশ্বে দুই তলা বিশিষ্ট  বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন, ইসলামপুর, জামালপুর ।

পরিবেশিত অফিসের অধীনে: অত্র উপজেলায় অবস্থিত সকল মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক  ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সহ মোট প্রতিষ্ঠান সংখ্যা ২৩১ টি । 

১. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা-১২৩ টি।

২. দাখিল, আলিম , ফাযিল ও কামিল মাদ্রাসা-৩৩ টি। এমপিও ভুক্ত ২৮টি।

৩. নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজ সহ- ৫৭ টি। এমপিও ভুক্ত ৫২ টি এবং সরকারি ০১ টি।

৪. সাধারণ কলেজ-উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স কলেজ সহ-০৫টি। এমপিও ভুক্ত ০১ টি এবং সরকারি ০১ টি।

৫. টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ-১২ টি। এমপিও ভুক্ত ০৬ টি।

৬. ভোকেশনাল ইন্সটিটিউট- ০১ টি। এমপিও ভুক্ত ০১ টি। 


জনশক্তি: উপজেল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা -১ , সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা -১, হিসাবরক্ষক - ১ , অফিস সহকারী সহ-কম্পিউটার অপারেটর -১ , এমএলএসএস -১, নৈশ প্রহরী - ১ ,  মোট -০৬।

যোগাযোগ ঠিকানাঃ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,ইসলামপুর , জামালপুর  টেলিফোন নং- ০৯৮২৪৭৪১৫৭ । ই-মেইল: useo.islampur.jamalpur@gmail.com  ওয়েব পোর্টাল: seo.islampur.jamalpur.gov.bd.